Tuesday, July 10, 2012

একরামে মুসলিমঃ (মুসলমানের মর্যাদা)


একরামে মুসলিমঃ (মুসলমানের মর্যাদা)

হযরত আবু হুরইরহ রদিয়াল্লহু নহু (أبىْ هريْرة رضى الله عنْه) বর্ণনা করেন যে, রসুলুল্লহ সল্লাল্লহু লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, তোমরা গরীব লোকদের ভালবাস, তাহাদের নিকটে বস এবং আরবদের অন্তর দিয়া ভালবাস আর যে দোষত্রুটি তোমাদের মধ্যে আছে উহা যেন অন্যদেরকে দোষারোপ করা হইতে তোমাদেরকে ফিরাইয়া রাখে (হাকেম)


একরামে মুসলিমঃ (মুসলমানের মর্যাদা)

হযরত রফেইবনে খদীজ রদিয়াল্লহু নহু (رافع بْن خديْجٍ رضى الله عنْه) বর্ণনা করেন যে, রসুলুল্লহ সল্লাল্লহু লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, আল্লহ তায়ালা যখন কোন বান্দাকে ভালবাসেন তখন তাহাকে দুনিয়া হইতে এমন ভাবে বাঁচাইয়া রাখেন যেমন তোমাদের কেহ রোগীকে পানি হইতে বাঁচাইয়া রাখে (তাবারানী)